কবিতা কি তা জানি আমি না, ছন্দের আনন্দে মনে থাকে না।
জসিম উদ্দিন, ফররুখের ক্ষুরধার লিখনী,
নজরুলের প্রেম আর অন্যায়ের বিদ্রোহী,
সনেট, মহাকাব্যের অদ্বিত্বীয় কাহিনী,
রবি ঠাকুররের শত বর্ষ পরে ' অমর পত্রখানি।


ছোট গল্প কি, পুরো বুঝি না, চরিত্রের চিন্তায় মাথা ধরে যায়।
ছোট কথা, বড় ব্যাথা, সমাজ, ধর্ম আছে সেথা।
প্রবন্ধে লিখা থাকে বড় বড় তত্ত্ব কথা।
ব্লগে নাকি লিখতে হয় , অনেক কিছু উল্টো সিধা।
ফেইসবুক , টুইটারে যা ছাতা-মাথা ছাপা হয়।